মৌলিক গুণনীয়কের সাহায্যে কোন পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয়
- প্রথমে প্রদত্ত সংখ্যাটির মৌলিক গুণনীয়কগুলো বের করতে হবে।
যেমন, ২ ∟৩৬
২ ∟১৮
৩∟৯
৩
- একই গুননীয়ক গুলো পাশাপাশি লিখতে হবে এবং দুটি একই গুননীয়ক দিয়ে জোড়া করতে হবে।
যেমন, ৩৬=(২×২)×(৩×৩)
- প্রত্যেক জোড়া থেকে একটি করে গুননীয়ক নিতে হবে এবং এগুলোর গুণফল হবে নির্ণয় বর্গমূল।
যেমন, ৩৬ এর বর্গমূল=✓৩৬=২×৩
=৬
উদাহরণ: ১০২৪ এর বর্গমূল নির্ণয় কর।
২ ட১০২৪
২ ட৫১২
২ட২৫৬
২ ட১২৮
২ட৬৪
২ட৩২
২ட১৬
২ ட৮
২ட৪
২
এখানে,১০২৪=২×২×২×২×২×২×২×২×২×২
=(২×২)×(২×২)×(২×২)×(২×২)×(২×২)
সুতরাং,১০২৪ এর বর্গমূল=✓১০২৪=২×২×২×২×২ =৩২
No comments:
Post a Comment