Breaking

Saturday 13 August 2022

শুদ্ধ বর্ণালী ও অশুদ্ধ বর্ণালী কাকে বলে ? ।। 262

 শুদ্ধ বর্ণালি ও অশুদ্ধ বর্ণালী

 রঙের অবস্থান অনুযায়ী বর্ণালীকে দুই ভাগে ভাগ করা হয় :

১. শুদ্ধ বর্ণালি : যে বর্ণালিতে বিভিন্ন বর্ণগুলো প্রত্যেকে তার নিজ নিজ স্থান অধিকার করে থাকে এবং এক বর্ণের সাথে অন্য বর্ণের মিশ্রণ হয় না তাকে শুদ্ধ বর্ণালি বলে।

২. অশুদ্ধ বর্ণালি : যে বর্ণালিতে বিভিন্ন বর্ণগুলো প্রত্যেকে নিজ নিজ স্থান অধিকার করে থাকে না, বরং এক বর্ণের সাথে অন্য বর্ণের মিশ্রণ হয় তাকে অশুদ্ধ বর্ণালি বলে।




No comments:

Post a Comment