Breaking

Monday 15 August 2022

শহরে রাতের বেলা কেমন করে বিজ্ঞাপন বোর্ড জ্বলজ্বল করে ? ।। 263

 শহরে রাতের বেলা বিজ্ঞাপন বোর্ড জ্বলজ্বল করার পদ্ধতি

 গ্যাসের মধ্য দিয়ে তড়িৎ নিঃসারণের ফলে উৎপন্ন আলোকচ্ছটার জন্য বিজ্ঞাপন বোর্ডগুলো জ্বলজ্বল করে। বিজ্ঞাপন বোর্ডে যে সব অক্ষরগুলো দেখানো হয় সেগুলো পাতলা কাচের নল দিয়ে তৈরি।

 ধাতব তড়িৎ দন্ডকে এর সাথে গলিয়ে লাগানো হয়। বায়ু নিষ্কাশন পাম্প দিয়ে নলের ভিতরকার সব বায়ু বের করে নিয়ে আবার এগুলোর মধ্যে নিয়ন, আর্গন ইত্যাদি নিষ্ক্রিয় গ্যাস দ্বারা ভর্তি করা হয়। তড়িৎ দণ্ডকে যখন উচ্চ বিভবের সাথে যুক্ত করা হয়, তখন গ্যাসের মধ্য দিয়ে তড়িৎ নিঃসারণ শুরু হয়।



এর ফলে রঙিন আলো উৎপন্ন হয় এবং সেই আলোয় অক্ষরগুলো জ্বলজ্বল করে উঠে। নিয়ন গ্যাসের জন্য লাল এবং আর্গন, নিয়ন ও পারদ বাষ্পের জন্য সবুজ রঙের সৃষ্টি হয়। এভাবে বিলবোর্ড গুলো জ্বলজ্বল করে।

প্রিয় পাঠক আপনার কোন প্রশ্নের উত্তর জানার থাকলে কমেন্টে জানাতে পারেন । প্রতিদিন নতুন নতুন পশ্নে উত্তর দেখতে নিচের থেকে সাইটটি ফলো করে রাখতে পারেন।

No comments:

Post a Comment