Breaking

Monday 15 August 2022

চাদ থেকে আকাশের রঙ কেমন দেখায় ? ।। 264

 চাঁদ থেকে আকাশের রঙ




চাঁদ থেকে আকাশের রঙ কালো দেখায়। কারণ চাঁদে বায়ুমণ্ডল নেই, কোনো ধূলিকণাও চাঁদের আকাশে ভেসে বেড়ায় না। ফলে সূর্যের আলোকরশ্মি চাঁদে পতিত হওয়ার পর আকাশে বিক্ষিপ্ত হতে পারে না এবং কোন বিক্ষিপ্ত রশ্মি চাঁদের পৃষ্ঠে পড়ে না। তাই চাঁদের থেকে আকাশের রঙ কুচকুচে কালো দেখায়।


প্রিয় পাঠক আপনার কোন প্রশ্নের উত্তর জানার থাকলে কমেন্টে জানাতে পারেন । প্রতিদিন নতুন নতুন পশ্নে উত্তর দেখতে নিচের থেকে সাইটটি ফলো করে রাখতে পারেন।


No comments:

Post a Comment