Breaking

Monday, 15 August 2022

চাঁদ থেকে আকাশের রঙ কেমন দেখায় ? ।। 265

 প্রতিপ্রভা ও অনুপ্রভা

কিছু বস্তুর উপর উত্তেজক আলো আপতিত হলে বস্তুটি ভিন্নজাতীয় আলো বিকিরণ করে। উত্তেজক আলো যতক্ষণ থাকে ততক্ষণই ভিন্নজাতীয় আলো বিকিরিত হয়। এ ঘটনাকে প্রতিপ্রভা বা Flourescence বলে। এ ধরনের বস্তু হলো ক্যালসিয়াম ক্লোরাইড, ইউরেনিয়াম লবণ ইত্যাদি।

কিছু বস্তুকে সূর্যালোকে অনেকক্ষণ রাখার পর যখন অন্ধকারে স্থাপন করা হয় তখন এরা আলোক বিকিরণ করে। এ ঘটনাকে অনুপ্রভা বা Phosphorescence বলে। এ ধরনের বস্তু হলো ফসফরাস, ক্যালসিয়াম সালফাইড ইত্যাদি।



প্রিয় পাঠক আপনার কোন প্রশ্নের উত্তর জানার থাকলে কমেন্টে জানাতে পারেন । প্রতিদিন নতুন নতুন পশ্নে উত্তর দেখতে নিচের থেকে সাইটটি ফলো করে রাখতে পারেন।

No comments:

Post a Comment