এক্স রশ্মি
5x10^ - 11 মিটার থেকে 5x10^ -8 মিটার তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ হলো এক্স রশ্মি। অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন ইলেকট্রনকে ভারি কোনো ধাতব বস্তু দ্বারা থামিয়ে দিলে এক্স রশ্মি উৎপন্ন হয়।
এ রশ্মি মানুষের দেহের নরম অংশের মধ্য দিয়ে ভেদ করে যেতে পারে কিন্তু হাড় বা টিউমারের মধ্য দিয়ে যেতে পারে না। ভাঙ্গা হাড় বা দেহের অভ্যন্তরস্থ কোন অঙ্গপ্রত্যঙ্গের ছবি তুলতে এক্স রশ্মি ব্যবহৃত হয়।
এছাড়া দেহের ক্ষতিকারক টিউমার সেল ধ্বংস করতে, ধাতব যন্ত্রের কোথাও কোন ফাটল আছে কিনা তা শনাক্ত করতে এটি ব্যবহৃত হয়ে থাকে। উইলিয়াম রন্টজেন এই রশ্মি আবিষ্কার করেছেন।
No comments:
Post a Comment