Breaking

Sunday, 28 August 2022

দৃশ্যমান আলো সম্পর্কে লিখুন ।। 272

 দৃশ্যমান আলো




7×10 ^7 মিটার থেকে 4×10 ^7 মিটার বা 400 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ হলো দৃশ্যমান আলো। এটি বিকিরণের একটি ক্ষুদ্র ব্যান্ড যার মধ্যে রয়েছে বেগুনি থেকে লাল আলো। 



দৃশ্যমান আলো কোন অগ্নির শিখা বা ভাস্বর বস্তু হতে উৎপন্ন হয় এবং মানব চক্ষু, ফটোগ্রাফিক ফিল্ম ও ফটোইলেকট্রিক সেল দ্বারা উদঘাটিত হয়ে থাকে।

No comments:

Post a Comment