পদ্ম পাতার উপর বৃষ্টির ফোঁটা পড়লে চকচকে দেখানোর কারণ
পদ্ম পাতায় অনেক সূক্ষ্ম পশমের ন্যায় থাকে। পাতার উপর পানির ফোঁটা পড়লে পানির ফোঁটা ঐগুলোর উপর আটকে যায়।
ফলে পাতা এবং পানির ফোঁটার মাঝের অংশে বাতাস থাকে। আপতিত আলোক রশ্মির যেগুলো সংকট কোণের চেয়ে বড় কোণে পানির ফোঁটার তলে আপতিত হয়, সেগুলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে।
এই প্রতিফলিত রশ্মি দর্শকের চোখে পড়ে বলে পানির ফোঁটাকে চকচকে দেখায়।
No comments:
Post a Comment