Breaking

Monday, 12 September 2022

ভুসাকালি মাখানো একটি ধাতব বলকে পানিতে ডোবালে চকচকে দেখায় কেন ।। 323

 ভুসাকালি অর্থ

ভুসাকালি অর্থ হলো কাজল হতে প্রস্তুত এক ধরনের কালি।



ভুসাকালি মাখানো একটি ধাতব বলকে পানিতে ডোবালে চকচকে দেখানোর কারণ

সাধারণত ভুসাকালি মাখানো একটি ধাতব বলকে পানিতে ডোবালে বলটির গায়ে বাতাসের একটি পাতলা স্তর লেগে থাকে। 





এক্ষেত্রে আলোকরশ্মি ঘন মাধ্যম পানি থেকে হালকা মাধ্যম বায়ুস্তরে প্রতিসরিত হয়। যে রশ্মিগুলো সংকট কোণের চেয়ে বেশি কোণে পানি এবং বায়ুস্তরের বিভেদতলের মধ্যে পড়ে সেগুলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে।

সেই প্রতিফলিত রশ্মিগুলো যখন চোখে এসে পড়ে তখন বলটিকে চকচকে দেখায় এবং মনে হয় একটি পারদের বল পানিতে ডোবানো রয়েছে।

No comments:

Post a Comment