Breaking

Monday, 12 September 2022

হীরক উজ্জ্বল দেখায় কেন ।। 322

 হীরক উজ্জ্বল দেখায় কারণ


হীরকের ঘনত্ব এবং প্রতিসরাংক বেশি। ফলে বায়ুর সাপেক্ষে হীরকের সংকট কোণ কম হয় এবং তা  24.4° । হীরকে সাধারণত আলোকরশ্মি সামান্য কোণে আপতিত হলেই আপতন কোণ সংকট কোণের চেয়ে বড় হয়। ফলে ঐ রশ্মির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। 




এতে বেশিসংখ্যক আলোকরশ্মির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। তাই বেশিসংখ্যক আলোকরশ্মি প্রতিফলিত হয়ে চোখে এসে পড়ে। সেজন্য হীরককে অত্যন্ত উজ্জ্বল দেখায়।



No comments:

Post a Comment