হীরক উজ্জ্বল দেখায় কারণ
হীরকের ঘনত্ব এবং প্রতিসরাংক বেশি। ফলে বায়ুর সাপেক্ষে হীরকের সংকট কোণ কম হয় এবং তা 24.4° । হীরকে সাধারণত আলোকরশ্মি সামান্য কোণে আপতিত হলেই আপতন কোণ সংকট কোণের চেয়ে বড় হয়। ফলে ঐ রশ্মির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়।
এতে বেশিসংখ্যক আলোকরশ্মির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। তাই বেশিসংখ্যক আলোকরশ্মি প্রতিফলিত হয়ে চোখে এসে পড়ে। সেজন্য হীরককে অত্যন্ত উজ্জ্বল দেখায়।
No comments:
Post a Comment