Breaking

Monday 12 September 2022

গ্লিসারিনপূর্ণ পাত্রে কাচদণ্ড রাখলে তা দেখা যায় না কেন ।। 324

 গ্লিসারিনপূর্ণ পাত্রে কাচদণ্ড রাখলে তা দেখা যায় না কারণ





সাধারণত প্রতিসরাংকের ব্যবধান বেশি হলে এক মাধ্যমের মধ্যে অন্য মাধ্যম দেখা যায়। বায়ুর সাপেক্ষে গ্লিসারিনের প্রতিসরাংক 1.5, অপরদিকে কাচের প্রতিসরাংক 1.47। 



এখানে, বায়ুর সাপেক্ষে উভয়ের প্রতিসরাংকের ব্যবধান অত্যন্ত কম এবং প্রায় সমান। গ্লিসারিন পাত্রে কাচদণ্ড ডুবালে প্রতিসরাংক প্রায় সমান হওয়ার জন্য তা দেখা যায় না।

No comments:

Post a Comment