Breaking

Monday 12 September 2022

পানির সাপেক্ষে হীরকের ক্রান্তিকোণ ৩৩° বলতে কী বোঝায় ।। 325

 পানির সাপেক্ষে হীরকের ক্রান্তিকোণ ৩৩° বলতে কী বোঝায়

 হীরক থেকে পানিতে একটি নির্দিষ্ট আলোকরশ্মি প্রতিসরিত হওয়ার সময় ৩৩° কোণে আপতিত হলে প্রতিসরিত রশ্মি হীরক ও পানির বিভেদতল ঘেঁষে যাবে অর্থাৎ প্রতিসরণ কোণের সমান ৯০° হবে।




 আপতন কোণ ৩৩° এর বেশি হলে পানিতে প্রতিসরিত হবে না। হীরক ও পানির বিভেদতল থেকে রশ্মি সম্পূর্ণরূপে হীরকে প্রতিফলিত হবে।



No comments:

Post a Comment