Breaking

Wednesday, 12 October 2022

আলোর বিচ্ছুরণের দুটি উদাহরণ দিন ।। 344

 আলোর বিচ্ছুরণ এর উদাহরণ 

১. মুখে পানি নিয়ে সূর্যকে পিছনে রেখে মুখ দিয়ে আস্তে আস্তে পানি ছিটিয়ে দিলে পানি বিন্দুর মধ্য দিয়ে সূর্য রশ্মির প্রতিসরণের ফলে সাতটি বর্ণবিশিষ্ট একটি ধনুকাকৃতি বর্ণালি দেখা যাবে।




২. সূর্যের আলোক রশ্মি মেঘের গোলাকৃতি পানি বিন্দুর উপর আপতিত হবার পর প্রতিসরণের ফলে আকাশের গায়ে রংধনু বা রামধনু (Rainbow) সৃষ্টি করে। 




** প্রিয় পাঠক আপনার কোন প্রশ্নের জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং পোস্টটি কেমন লেগেছে সেটিও জানাতে পারেন। যদি সাইটটি ভালো লাগে তবে Follow & Share করে রাখতে পারেন এবং যেকোনো এ-ড এর উপর ক্লিক করবেন আশা করি।

Tags : আলোর বিচ্ছুরণের দুটি উদাহরণ, আলোর বিচ্ছুরণ এর উদাহরণ, আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ, বিসিএস প্রস্তুতি,

No comments:

Post a Comment