Breaking

Thursday 13 October 2022

সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে বিভিন্ন রঙে বিশ্লিষ্ট হয় কেন ।। 345

 সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে বিভিন্ন রঙে বিশ্লিষ্ট হওয়ার কারণ


 আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করলে মাধ্যমের বিভেদ তলে বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার পরিমাণ মাধ্যমন্বয়ের প্রকৃতি ও আলোর রঙের উপর নির্ভর করে। সূর্যের সাদা আলো সাতটি বর্ণের সমন্বয়ে তৈরি। 

কাজেই সাদা আলো যখন প্রিজমের মধ্য দিয়ে যায়, তখন এই রশ্মি বেঁকে যায়, একে আলোর বিচ্যুতি বলে। এক্ষেত্রে এক এক বর্ণের আলোর বেঁকে যাওয়ার পরিমাণ এক এক রকম হয় এবং বর্ণগুলো আলাদা হয়ে গ্রিজম থেকে বেরিয়ে আসে। 



বেগুনি আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি এবং লাল আলোর বিচ্যুতি সবচেয়ে কম হয়। এজন্য সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে বিভিন্ন রঙে বিশ্লিষ্ট হয়।


** প্রিয় পাঠক আপনার কোন প্রশ্নের জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং পোস্টটি কেমন লেগেছে সেটিও জানাতে পারেন। যদি সাইটটি ভালো লাগে তবে Follow & Share করে রাখতে পারেন এবং যেকোনো এ-ড এর উপর ক্লিক করবেন আশা করি।


No comments:

Post a Comment