প্রিজমের মধ্য দিয়ে কোন একটি বর্ণের আলোকরশ্মি পাঠালে বর্ণালির সৃষ্টি হবে কি ?
প্রিজম নিজে কোন বর্ণের আলো সৃষ্টি করে না। প্রিজমে আপতিত আলোকরশ্মির মধ্যে যে বিভিন্ন বর্ণের আলোক থাকে সেগুলোকে প্রিজম পৃথক করে।
প্রিজমের প্রতিসারক তলে কোন নির্দিষ্ট বর্ণের আলো (যেমন, সবুজ বর্ণের আলো) সমান্তরালভাবে আপতিত হলে প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরিত হবে। প্রতিসরণের পর আপতিত রশ্মিগুলোর বর্ণ একই রকম (সবুজ) বলে ওদের বিচ্যুতি কোণ সমান হবে।
ফলে রশ্মিগুলো সমান্তরালভাবে প্রিজম থেকে নির্গত হয়ে পর্দায় একই বর্ণের (এক্ষেত্রে সবুজ) সৃষ্টি করবে। কোন বর্ণালির সৃষ্টি হবে না।
** প্রিয় পাঠক আপনার কোন প্রশ্নের জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং পোস্টটি কেমন লেগেছে সেটিও জানাতে পারেন। যদি সাইটটি ভালো লাগে তবে Follow & Share করে রাখতে পারেন এবং যেকোনো এ-ড এর উপর ক্লিক করবেন আশা করি।
Tags : বিসিএস, জব, চাকরি, bcs, job
No comments:
Post a Comment