আলোর কণাতত্ত্ব
বিজ্ঞানী নিউটন ১৬৭২ সালে আলোর কণাতত্ত্ব প্রদান করেন। এই তত্ত্ব অনুসারে কোন উজ্জ্বল বস্তু থেকে অনবরত ঝাঁক ঝাঁক অতি ক্ষুদ্র কণা নির্গত হয়। এই কণাগুলো প্রচণ্ড বেগে সরল রেখা বরাবর চারদিকে ছড়িয়ে পড়ে এবং যখন আমাদের চোখে গিয়ে আঘাত হানে তখন ঐ বস্তু সম্পর্কে আমাদের দর্শনানুভূতি জন্মে।
এ কণাগুলোর বিভিন্ন আকারের জন্য বিভিন্ন বর্ণের সৃষ্টি হয়। অ্যালবার্ট আইনস্টাইন প্রমাণ করেন আলো photoelectric পদার্থের উপর পড়লে ইলেকট্রন নির্গত হয়। এখানে আলোক-ফোটনগুলো particle-এর মতো আচরণ করে, যা নিউটনের কণা তত্ত্বকে সমর্থন করে। ইহাই আলোকের কণাসুলভ আচরণ ।
কণা তত্ত্বের সাহায্যে আলোর ঋজুগতি, প্রতিফলন, প্রতিসরণ ব্যাখ্যা করা যায়। তবে ব্যতিচার, সমবর্তন, বিচ্ছুরণ ব্যাখ্যা করা যায় না।
** প্রিয় পাঠক আপনার কোন প্রশ্নের জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং পোস্টটি কেমন লেগেছে সেটিও জানাতে পারেন। যদি সাইটটি ভালো লাগে তবে Follow & Share করে রাখতে পারেন এবং যেকোনো এ-ড এর উপর ক্লিক করবেন আশা করি।
Tags: আলোর কনাতত্ত্ব কাকে বলে, আলোর কণা তত্ত্ব কে উদ্ভাবন করেন, আলোর কনা তত্ত্বে সমস্যা কি ছিল, আলোর কণা তত্ত্ব ব্যাখ্যা, বিসিএস প্রস্তুতি
No comments:
Post a Comment