Breaking

Wednesday, 26 October 2022

ফোটন কী || বিসিএস প্রস্তুতি || 348

 ফোটন


কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আলোকরশ্মি ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিগুচ্ছ তথা কণার আকারে মাধ্যমে গমন করে। প্রত্যেক রঙের আলোর জন্য এ কণার আকারের একটি সর্বনিম্ন মান রয়েছে। এ সর্বনিম্ন মানসম্পন্ন কণিকাকে ফোটন বলে ।



** প্রিয় পাঠক আপনার কোন প্রশ্নের জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং পোস্টটি কেমন লেগেছে সেটিও জানাতে পারেন। যদি সাইটটি ভালো লাগে তবে Follow & Share করে রাখতে পারেন এবং যেকোনো এ-ড এর উপর ক্লিক করবেন আশা করি।

ফোটন ছবি


Tags : ফোটন কী, ফোটন কাকে বলে, ফোটন কণা বলতে কী বোঝায়, বিসিএস প্রস্তুতি, mathjiggashabangla, বিসিএস লিখিত প্রস্তুতি বিজ্ঞান ও প্রযুক্তি, bcs written preparation, bcs, photon বাংলা,

No comments:

Post a Comment