আলোর কোয়ান্টাম তত্ত্ব
বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক ১৯০০ সালে আলোর কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন। এ তত্ত্ব অনুযায়ী আলোকশক্তি কোন উৎস থেকে অবিচ্ছিন্ন তরঙ্গের আকারে না বেরিয়ে অসংখ্য ক্ষুদ্র শক্তি গুচ্ছ বা প্যাকেজ আকারে বের হয়। প্রত্যেক রং এর আলোর জন প্যাকেটের নির্দিষ্ট মান রয়েছে।
এ সর্বনিম্নমানের শক্তিসম্পন্ন কণিকাকে কোয়ান্টান বা ফোটন বলে। প্রতিটি ফোটনের শক্তি নির্দিষ্ট এবং একটি ফোটনের শক্তি, E = hv
h = প্লাঙ্ক ধ্রুবক, v = ফোটনের কম্পাংক
১৯০৫ সালে আইনস্টাইন আলোর কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা প্রদান করেন।
** প্রিয় পাঠক আপনার কোন প্রশ্নের জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং পোস্টটি কেমন লেগেছে সেটিও জানাতে পারেন। যদি সাইটটি ভালো লাগে তবে Follow & Share করে রাখতে পারেন এবং যেকোনো এ-ড এর উপর ক্লিক করবেন আশা করি।
Tags: আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে, বিসিএস প্রস্তুতি, বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি বিজ্ঞান ও প্রযুক্তি, bcs written preparation, math jiggasha bangla,
No comments:
Post a Comment