আলোর তরঙ্গতত্ত্ব
আলো এক প্রকার ভরঙ্গ, যা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে তরঙ্গমুখ সৃষ্টি করে এবং ইথার নামক এক কাল্পনিক মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ আকারে সঞ্চালিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় এবং আমাদের চোখে পৌঁছে দর্শনের অনুভূতি সৃষ্টি করে ।
নির্দিষ্ট দৈর্ঘ্যের আলোক তরঙ্গের জন্য নির্দিষ্ট বর্ণের অনুভূতি সৃষ্টি হয়। এটিই আলোর তরঙ্গতত্ত্ব। বিজ্ঞানী হাইগেন ১৬৭৮ সালে আলোর তরঙ্গতত্ত্ব আবিষ্কার করেন। এই তত্ত্বের সাহায্যে আলোর ঋজুগতি, প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, বিচ্ছুরণ ব্যাখ্যা করা গেলেও সমবর্তন, আলোক তড়িৎক্রিয়া ব্যাখ্যা করা যায় না।
বিজ্ঞানী মাইকেলসন ও মর্লি প্রমাণ করেন যে ইথার নামক কোনো মাধ্যম কোথাও বিরাজমান নাই ফলে এই তত্ত্ব ত্রুটিযুক্ত হয়ে যায়।
** প্রিয় পাঠক আপনার কোন প্রশ্নের জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং পোস্টটি কেমন লেগেছে সেটিও জানাতে পারেন। যদি সাইটটি ভালো লাগে তবে Follow & Share করে রাখতে পারেন এবং যেকোনো এ-ড এর উপর ক্লিক করবেন আশা করি।
Tags: আলোর তরঙ্গ তত্ত্ব, আলোর তরঙ্গ তত্ত্ব কে উদ্ভাবন করেন, আলোর তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা কর, bcs, math jiggasha bangla, বিসিএস প্রস্তুতি
No comments:
Post a Comment