Breaking

Monday, 15 March 2021

গ.সা.গু নির্ণয়। H.C.F

গ.সা.গু নির্ণয় : সবচেয়ে সহজে 


সংজ্ঞা: দুই বা ততোধিক সংখ্যার মৌলিক সাধারণ গুণনীয়কগুলোর গুণফলকে সংখ্যাগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক (Highest Common Factor) বা সংক্ষেপে গ.সা.গু (H.C.F) বলা হয়।


গ.সা.গু নির্ণয়ের জন্য দুটি পদ্ধতি নিচে আলোচনা করা হলো:

১। মৌলিক গুণনীয়কের সাহায্যে: এক্ষত্রে প্রদত্ত সংখ্যাগুলোর প্রত্যেকের মৌলিক গুণনীয়ক বের করতে হবে। তারপর গুণনীয়কগুলোর মধ্য থেকে মৌলিক সাধারণ গুণনীয়কগুলো বের করতে হবে এবং এদের গুণফলই হবে গ সা গু।


 যেমন,১৪৪ এবং ২৪০ এর গ সা গু নির্ণয়:
    ২ ட১৪৪
     ২ ட৭২
      ২ ட ৩৬
       ২ ட১৮
        ৩ ட৯
            ৩

∴ ১৪৪=২×২×২×২×৩×৩

       ২ ட২৪০
        ২ ட১২০
         ২ ட৬০
          ২ ட৩০
           ৩ ட১৫
               ৫


∴ ২৪০=২×২×২×২×৩×৫
১৪৪,২৪০ এর সাধারণ মৌলিক গুণনীয়ক গুলো=২,২,৩
∴ নির্ণেয় গ সা গু=২×২×৩
             = ১২



আবার, দুই বা ততোধিক সংখ্যার সাধারণ মৌলিক গুননীয়ক না থাকলে গ.সা.গু. হবে ১ ।


আরো দেখুন,


২। ভাগ প্রক্রিয়ায় গ.সা.গু নিণয়এক্ষেত্রে ছোট সংখ্যাটি দ্বারা বড় সংখ্যাটি কে ভাগ করতে হবে। যে ভাগশেষ থাকবে তাকে দ্বারা পূর্বের ভাজককে ভাগ করতে হবে। এই প্রক্রিয়া ভাগশেষ 0 না হওয়া পর্যন্ত শেষ । সবশেষ ভাজক হবে গ.সা.গু। সংখ্যা দুই এর বেশি হলে শেষ ভাাজক দ্বারা অন্য সংখ্যাটি কে একইভাবে ভাগ করতে হবে।


যেমন,১২ এবং ১৫ এর গ সা গু নির্ণয় 
        ১২)১৫(১
           ১২
            ৩)১২(৪
              ১২
               ০
সুতরাং,১২ এবং ১৫ এর গ সা গু ৩ ।

No comments:

Post a Comment